সূরা আল ফাতিহা ঃ
এই সূরাটি কুরআন মাজিদ এর প্রথম সূরা ।
এর আয়াত সংখ্যা ৭ টি ।
এটি মাক্কি সূরা ।
এই সূরা টি কে কুরআন মাজিদ এর সকল সূরা এর মা বলা হয় ।
১. আলহামদু লিল্লাহি রাব্বিল আ’-লামি-ন।
২. আররাহমা-নির রাহি-ম।
৩. মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
৪. ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন ।
৫. ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম ।
৬. সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম ।
৭. গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ—ল্লি-ন। আমিন ।
সূরা ফাতিহা এর বাংলা অর্থ ঃ
পরম করুনাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১। যাবতীয় প্রশংসা আল্লাহ্ তা'আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
২। যিনি নিতান্ত মেহেরবান অ দয়ালু।
৩। যিনি বিচার দিনের মালিক।
৪। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
৫। আমাদেরকে সরল পথ দেখান।
৬। সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ।
৭। তদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
